বিশেষ প্রতিনিধিঃ-
বরিশালে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালন করা হয়।
২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালন উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও প্রশাসক জেলা পরিষদ,বরিশাল মোঃ সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার,বরিশাল বিভাগ(স্বাস্থ্য)এর উপপরিচালক।
১৮ টি সরকারী সংস্থা ও দপ্তরের প্রধান,ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের নিরাপদ খাদ্য পরিদর্শকগন সেমিনারে অংশগ্রহণ করেন।
উক্ত সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের অফিসার মোঃ গোলাম রাব্বি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ন আলোচনা করেন। মুক্ত আলোচনায় নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মোঃ জাকির হোসাইন, মোঃ নূরুল আলম বখতিয়ার, জেলা খাদ্য নিয়ন্ত্রক,জেলা প্রাণী সম্পদ অফিসার,ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।