এম এ আকবর স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়োছে। এই উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, শীতবস্ত্র বিতরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিমল কুমার ত্রিপুরা ও সীমা ত্রিপুরার যৌথ সঞ্চালনায় এবং সমীর কান্তি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। এতে বক্তব্য রাখছেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন ও রবীন্দ্র ত্রিপুরাসহ আরো অনেকেই।
আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী শতশত নরনারী, এরপর কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। এসময় জেলা বিএনপির সদস্য মো. আবুল বশর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা রাজ কুমার ত্রিপুরা সাবেক ইউ পি সদস্য বদু মেম্বার ও উপন ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় দুইদিনব্যাপী আনুষ্ঠানিকতা।