মোঃ হেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃপার্বত্য খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রশাসন প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কুল-কলেজ, বিডি ক্লিন, ইউপিডিএফ গণতান্ত্রিক, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এসময় পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ভাষা শহীদ দের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুব দলের আহ্বায়ক আফসার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।