এম এ আকবর স্টাফ রিপোর্টার
অদ্য ২০/০৪/২০২৫ইং বাদে আছর সমমনা আইনজীtবী পরিষদ এর সহ-সভাপতি মরহুম এডভোকেট আব্দুস সবুর এর চেহলাম উপলক্ষ্যে পরিষদের সভাপতি এডভোকেট মোঃ জাফর হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় চট্টগ্রাম আদালত ভবনের একটি রেষ্টুরেন্টে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রশীদ বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আলমগীর মোঃ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক ফজলুল বারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কবির হোসাইন, এডভোকেট এরশাদুর রহমান রিটু, সাংস্কৃতিক সম্পাদক আশরাফী বিনতে মোতালেব, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য বিবি ফাতেমা, সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, ফৌজুল আমিন চৌধুরী, আজিুজল হক, মোঃ হাশেম, আবু তাহের, কুতুব উদ্দিন মোহাম্মদ ইস্তেফাজ, মোহাম্মদ সেকান্দর, হারুন উর রশীদ, হামিদুর রশীদ চৌধুরী, আলমগীর আলম, এডভোকেট মুরশীদ আলম, এডভোকেট নুরুল করিম এরফান, এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট জসিম উদ্দিন সহ শতাধিক আইনজীবী।
সভায় বক্তাগণ মরহুমের ধামির্কতা আইনজীবী বান্ধব আচরণ ও সংগঠনে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। কর্মজীবনের ভূল ভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থনা পূর্বক মহান আল্লাহপাক মরহুমকে জান্নাতবাসী করার দোয়া ও মরহুমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের খতিব মাওলানা আবু তায়েব।