চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (শনিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি পালন করেন।
সাংবাদিক হত্যার প্রতিবাদে বিবিরহাট বাসস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে।অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের কলম থামিয়ে দেওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হুমকি। তাই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এই হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, চট্টগ্রামে আইনজিবী সমিতির নেতা এডভোকেট এ কে করিম, মাধ্যমিক শিক্ষক নেতা রতন কুমার চৌধুরী, প্রাথমিক শিক্ষক নেতা হিল্লোল দাশ, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পেশাজীবি নেতা আবু শোয়াইব, জৈষ্ঠ্য সাংবাদিক আবু মুছা জীবন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সাবেক শাহ জালাল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ্ আল মামুন, তানবীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নুরুল আবছার নূরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান নূর, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজমুল তারেক, বেলাল রেজা, এরশাদ কাজল, জামায়াত নেতা কাজী নাজিম, এরশাদ উল্লাহ্, নেজাম উদ্দিন, আখতারুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মো. মানিক প্রমুখ।