মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
১৩ আগস্ট-২০২৫ খ্রিঃ রোজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানছড়ি উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, মো. আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পানছড়ি। এছাড়া পানছড়ির উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন পাড়ার কার্বারী গন অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা টাইফয়েড রোগের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগে মানুষ আক্রান্ত হয়। আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী জ্বর, মাথাব্যথা, পেটব্যথা, দুর্বলতা এবং কখনও ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ দেখা দেয়। সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা এমনকি মৃত্যুও ঘটতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর তথ্যানুসারে, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ থেকে ২ কোটি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়। উন্নয়নশীল দেশে এই রোগের ঝুঁকি বেশি, বিশেষ করে যেখানে নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব রয়েছে। WHO শিশুদের জন্য টাইফয়েড টিকাকে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সুপারিশ করেছে।
বক্তারা জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের মধ্যে সকল শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে TCV (Typhoid Conjugate Vaccine) দেওয়া হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকায় এলাকায় প্রচারণা চালিয়ে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।