1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

নারা:গঞ্জে খেলাফত মজলিস সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি!

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর স্ত্রী মোসাম্মৎ নূরুন নাহার ১৬ আগস্ট রাত ২টায় নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমা নূরুন নাহার বেগমের মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মহান আল্লাহর দরবারে ধৈর্য্য কামনা করেন।

আজ বাদ যোহর মাসদাইর বায়তুল মামুর জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর ছোট কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার স্বামী হাফেক মাওলানা আহমদ আলী। মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন সহ জানাজায় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মো: আবদুল জলিল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা বিএনপি নেতা জাহিদ হাসান রুজেল, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাহ নেওয়াজ-সহ মুসল্লীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট