1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

কণ্ঠশিল্পী মনির খানকে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সম্মাননা প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

মো:মাহবুবুর রহমান।(ঝিনাইদহ)থেকে।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ।শিল্পী, কোটি শ্রোতার প্রিয় গায়ক মনির খানকেৃ তাঁর দীর্ঘ সংগীত জীবনের অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠুর নির্দেশনায় মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে গিয়ে এ সম্মাননা ক্রেস্ট শিল্পীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শাহজাহান নবীন,
চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত মনির খান বলেন,
“আমি গর্বিত যে আমি ঝিনাইদহের সন্তান। এই জেলার মানুষ আমাকে সবসময় ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছে। আজকের এই সম্মাননা আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি। এটা শুধু আমার নয়, বরং আমার সব শ্রোতার ভালোবাসার প্রতিফলন।
তিনি আরও বলেন,
এই মাটির গন্ধ, এই পরিবেশ আমাকে গড়ে তুলেছে। আমার স্বপ্নের শুরু এখান থেকেই। আজকে যখন এই সম্মাননা হাতে নিচ্ছি, তখন পুরোনো দিনের অসংখ্যক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সংগীতজীবনে এগিয়ে যেতে এই ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি।”
মনির খানের এই সম্মাননা প্রাপ্তিকে ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গন গর্বের সঙ্গে দেখছে। স্থানীয় সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, এই স্বীকৃতি শুধু শিল্পীর নয়—বরং ঝিনাইদহবাসীর জন্যও এক গৌরবের অর্জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট