দিনাজপুর জেলা প্রতিনিধি
সাহারুল ইসলাম
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ মাদক ২১৬ পিচ টাপেন্ডাটল ট্যাবলেট সহ এক নারী ও এক পুরুষ আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ রবিবার সন্ধ্যায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বাসভুঁড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ২০০ পিস যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকাও ঘোড়াঘাট পৌর বাসস্ট্যান্ডের। ঢাকা হোটেলের পিছন থেকে১৬ যার মূল্য তিন হাজার দুইশত টাকা সহ তাদের আটক করা হয় আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার আলীহাট চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম(৩৮) অপরজন ও ঘোড়াঘাট পৌর এলাকার নয়া পাড়ার সামাদ মিয়ার মেয়ে সাখেরা বেগম(৩৬) ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও সি) নামাজ হক জানান আটককৃতরা দিরঘদিন ধরে নিসিদ্ধ নিশা জাতীয় ট্যাবলেট ক্রয় -বিক্রয়ের সাথে জরিত ছিল।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কে সোমবার সকাল ১১:টাই আদালতে প্রেরণ করা হয়েছে
২৫-৮-২৫