সিলেট জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও ইনসাফভিত্তিক রাষ্ট্র সংস্কার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থীর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। তেল, গ্যাসসহ খনিজ, প্রাকৃতিক ও বনজ সম্পদে ভরপুর সিলেট-৪ আসনটি পুরো দেশের মধ্যে একটি সমৃদ্ধ পর্যটন এলাকা। কিন্তু বাংলাদেশের মধ্যে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে আমাদের এলাকা দেশের অন্যান্য যেকোন এলাকা থেকে নানাভাবে পিছিয়ে। আজ অবধি প্রকৃত উন্নয়নের ছোঁয়া লাগেনি এ অঞ্চলে। আগামী নির্বাচনে অত্র আসন থেকে সম্মানিত ভোটররা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি অত্র আসনের প্রকৃত উন্নয়নে নিম্ন বর্ণিত কার্যাদি করার সকল উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। যেমন: শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, বাসস্থান, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, বেকারত্ব দূরীকরণ, মহাল সামিল জলকর, রাস্তাঘাটের সমস্যা, পর্যটন শিল্পের উন্নয়ন এবং বন্ধ পর্যটনগুলো খুলে দেওয়া, এই অঞ্চলের মানুষের ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় প্রাথমিক শিক্ষার সিলেবাস অন্তর্ভুক্তকরণ এবং একজন হক্কানী আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পরিবেশ ও পর্যটন সংরক্ষিত রেখে জনগণের জীবন জীবিকা নির্বাহের জন্য সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলণের ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতর উন্নয়ন সাধন করা ছাড়াও আমি নির্বাচিত হলে এই তিনটি উপজেলার শিক্ষা ও চিকিৎসা, যাতায়াতসহ আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধার উন্নতি সাধন পূর্বক তিনটি উপজেলার সকল অন্যায় অবিচার দূর করে সারাদেশের জন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।
তিনি বলেন, এ আসনের তিনটি উপজেলাই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষাক্ষেত্রে অত্র অঞ্চলকে এগিয়ে নিবো ইনশাআল্লাহ।
আমি আশা করব আমাদের গোয়াইনঘাট উপজেলা সহ সিলেট-৪ আসনের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার অবহেলিত জনগণের উন্নয়নে বস্তুনিষ্ট সংবাদ প্রচার করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সংস্কারের কাজে আমাদেরকে এগিয়ে নেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সাহিত্য সম্পাদক, মাওলানা মুহিব্বুল্লাহ, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা রফিক আহমদ, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হোসাইন, সহ সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, কেন্দ্র সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা মুহসিন আহমদ, যুগ্ম হাফিজ সুহাইল আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ এহসান উল্লাহ, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা মুফিজুর রহমান প্রমুখ।
ছবি ক্যাপশনঃ গোয়াইনঘাটে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিলেট-৪ আসনে জমিয়তে মনোনীত প্রার্থ এডভোকেট মোহাম্মদ আলী।