
শায়েস্তাগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্য্যাবের অভিযানে ৭ যাত্রীকে জরিমানা
মীর দুলাল।।
হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র্য্যার। অবৈধভাবে টিকিট কেনায় ৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে।
র্্যাব জানায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে কালোবাজারি চক্র টিকেট সংগ্রহ করে অতিরিক্ত মুল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীদের টিকেট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় ।
শনিবার বিকেলে২.৩০ মিনিট এ শায়েস্তাগঞ্জ জংসনে র্্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ ভাবে টিকেট কেনায় এন আইডি কার্ড এর সাথে মিল না থাকায় ৭ যাত্রীকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে
যাত্রী রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়া তানভির, প্রানেশ ও সাকিব কে ২৭শ ৫ টাকা জরিমানা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন
শায়েস্তাগঞ্জ
স্টেশন মাস্টার, উত্তম কুমার দেব জনি।
র্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, যাত্রী সেবায় এ অভিযান অব্যাহত থাকবে।