
মাসুম বিল্লাহ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও সাতজন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসচালক ব্রেক করার চেষ্টা করলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন। আহতরা বাস ও মোটরসাইকেল দুই যানবাহনেরই যাত্রী। তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে।