
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার( কুমিল্লা )
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এ স্লোগান নিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ টি স্টল প্রদর্শিত হয়েছে।
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ লালমাই উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলা উন্নত জাতের গরু- ছাগলের স্টল,দেশী-বিদেশী বিভিন্ন জাতের হাঁস – মুরগীর পল্টি স্টল, উন্নত জাতের কবুতর ও কোয়েল পাখির পল্টি স্টল,মেডিসিন স্টল,তথ্য সেবা কেন্দ্র স্টল,মিষ্টন্ন স্টল, ভ্যাকসিনেশন স্টল জাতীয় খাবারের স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আবদুর রহমান।
প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনকারী আজিজ ডেইরি ফার্ম সহ অংশগ্রহণকারী ২৪ টি স্টলকে সম্মাননা সনদ বিতরণ করা হয়েছে।