
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্দোগে ২৬ নভেম্বর বুধবার প্রানীসম্পদ প্রর্দশনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুপ্তা হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
আমাদের জীবনে প্রানীসম্পদ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সকলের উচিত প্রানীসম্পদের
সুরক্ষা ও যত্ন নেওয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ
মানুষের জীবনে আমিষের প্রয়োজনীয়তার পরিসংখ্যান তুলে ধরেন এবং প্রানীসম্পদ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান ।