
এম এ আকবর বিশেষ প্রতিনিধি
ফটিকছড়ির পশ্চিম সুন্দরপুরে পশ্চিম সুন্দরপুর আল-আমিন যুব কল্যাণ সংস্থার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন সাহেবর সভাপতিত্বে
ফটিকছড়ি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন চৌধুরী, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহ যুগ্ম সম্পাদক আতিকুজ্জামান চৌধুরী,
অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে নৈতিক শিক্ষা ও দ্বীনি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সামাজিক ও ধর্মীয় উন্নয়নে আল-আমিন যুব কল্যাণ সংস্থা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দোয়া মাহফিল শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।