
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিএনপি’র প্রার্থী
ডাঃ কে এম বাবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সংসদীয় আসন -০২ এ চ্যালেঞ্জের মুখে পড়েছে। গোপালগঞ্জ বরবরই আওয়ামীলীগের জয়জয়কার, অন্যদিকে দলীয় কোন্দল, একাধিক স্বতন্ত্র প্রার্থী সবমিলিয়ে প্রবল চাপের মুখে রয়েছেন ডাঃ কে এম বাবর। যদিও দিনরাত পরিশ্রম করে ভোটারদেরকে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ ভোটারদেরকে আশ্বাস দিয়েই
বসে নেই পড়া মহল্লায় যোগাযোগ অব্যাহত রেখেছেন। গোপালগঞ্জ
শহরের অলিগলি সবজায়গায়
প্রচার চালাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি’র এক নেতা জানিয়েছেন, ডাঃ কে এম
বাবর কঠিন চ্যালেঞ্জের মুখ পড়েছে, দলীয় কোন্দল না মেটালে, এ আসনটিতে
বিএনপি’র বিজয় কঠিন হবে।
বিএনপি জেলা কমিটির আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বলেন, আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত
করার জন্য কাজ করছি, দুএকজন
দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে
আমাদের বিজয় আটকাতে পারবে না ।