1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের শেখ মুজিবের মাজার জিয়ারত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম নবীগঞ্জে পি আর এস আর গ্লোবাল এর উদ্ভোধন। গোপালগঞ্জ -০৩ আসনে ধানের শীষ প্রতীক বুঝে নিলেন এস এম জিলানী রাজবাড়ীতে সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় রাহী মিয়া কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! নারায়ণগঞ্জের ৫ আসনের, বিএনপির সমর্থিত প্রার্থী , প্রতীক গ্রহণ। শায়েস্তাগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সাবেক কাউন্সিলর জলিল গ্রেফতার। চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নবীগঞ্জে পি আর এস আর গ্লোবাল এর উদ্ভোধন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। নবীগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার বাস্তব রূপ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান PRSR Global

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভালোবাসা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজন নবীগঞ্জবাসীর হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের সুমধুর তিলাওয়াত করেন হাফিজ মিহাদ বিন খালেদ। তাঁর কণ্ঠে তিলাওয়াত যেন পুরো পরিবেশকে আচ্ছন্ন করে ফেলে এক অনন্য আত্মিক প্রশান্তিতে। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাঞ্জলভাবে পরিচালনা করেন রিয়াজ বিন খালেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সুজাত মিয়া, সাবেক সংসদ সদস্য (হবিগঞ্জ–১, নবীগঞ্জ-বাহুবল)। এছাড়াও উপস্থিত ছিলেন আবু হুসেন জীবন, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গণঅধিকার পরিষদ; শুভ উদ্ভোধনে প্রধান আলোচক ছিলেন আমেরিকা থেকে PRSR এর Founder &Chairperson Parinda Berchtold এবং ইংল্যান্ড থেকে ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ইমিগ্রেশন কনসালট্যান্ট গোলাম রব্বানী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম, ইস্ট লন্ডন মারকাজ মসজিদের ইমাম ও খতিব; মাওলানা আফরুজ আল হাবিব, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন; গোলাম মোস্থফা , সভাপতি, মাধবপুর ও গালিমপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা; মাওলানা শামীম আহমদ, নায়েবে মুহতামিম, দারুল উলুম নাদানপুর মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদ মিয়া তালুকদার, আব্দুল মান্নান (শিক্ষানুরাগী), কৃপন্ড দাস (শিক্ষক, কাগাপাশা হাই স্কুল), সাইপুর রহমান, সাগর আহমদ, তোফায়েল, সাজ্জাদুর রহমান, সাবির চৌধুরীসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে PRSR Global-এর পরিচালক ইংল্যান্ড থেকে ,গোলাম রব্বানী বলেন,
“এই প্রতিষ্ঠান কোনো একক মানুষের নয়—এটি নবীগঞ্জের মানুষের স্বপ্ন থেকে জন্ম নেওয়া এক বিশ্বাসের নাম। আপনাদের সেবায় আমাদেরই এই প্রতিষ্ঠা—এই অঙ্গীকার নিয়েই PRSR Global পথচলা শুরু করেছে।”
তিনি আরও বলেন, এতদিন নবীগঞ্জের তরুণদের উন্নত ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে সিলেট কিংবা হবিগঞ্জে ছুটতে হতো। সেই কষ্ট, সময় ও ভোগান্তির অবসান ঘটাতেই PRSR Global-এর যাত্রা। এখন থেকে নবীগঞ্জেই পাওয়া যাবে IELTS, Spoken English, বিদেশে যাওয়ার প্রস্তুতি, ভিসা–সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশনসহ সব ধরনের সেবা।
ডাইরেক্টর জানান, PRSR Global ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গমনেচ্ছু মানুষের পাশে সততা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার সঙ্গে দাঁড়াবে—যাতে প্রতিটি স্বপ্ন নিরাপদ ও সম্মানের সঙ্গে বাস্তবায়িত হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, PRSR Global কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি নবীগঞ্জের তরুণ সমাজের জন্য নতুন দিগন্তের সূচনা। এই উদ্যোগ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মারকাজুল হুফ্ফাজ ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মিহাদ বিন খালেদের পরিচালনায় আবেগঘন মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি, প্রতিষ্ঠানটির সফলতা এবং প্রতিটি স্বপ্নবাজ মানুষের কল্যাণ কামনা করা হয়।
শেষ পর্যন্ত PRSR Global-এর উদ্বোধন অনুষ্ঠানটি নবীগঞ্জবাসীর হৃদয়ে আশার বার্তা, বিশ্বাসের শক্তি এবং আগামীর সম্ভাবনা হয়ে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট