1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়। মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক। নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশের পুরো ভূখন্ড আল্লাহ তায়ালার নিয়ামক ডাঃ শফিকুর রহমান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্রসহ গ্রেফতার ২ কোয়ারি, ট্রাক টার্মিনাল ও নার্সিং কলেজ—উন্নয়ন রোডম্যাপ দিলেন বিএনপি প্রার্থী ঘোড়াঘাটে ট্রাক ও বাস শ্রমিকরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি আজমিরীগঞ্জে ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত।  নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয় নরসিংদীর শিবপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।

মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। তবে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।

মামলার বিবরণ
মাধবপুর থানার সূত্রে জানা গেছে, বুধবার রাত ২৮ জানুয়ারি ধর্ষণচেষ্টার অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হরিধন দেবনাথকে।

এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী নারী মাহফুজা আক্তার নুসরাত অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বসবাসের সময় বিভিন্ন সুযোগে জাহাঙ্গীর আলম তাকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে হঠাৎ একদিন তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

অভিযুক্তের পাল্টা অভিযোগ
অভিযুক্ত জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ওই নারী একজন প্রতারক এবং তার কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যেই মিথ্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনি নিজেও ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন, যা বর্তমানে মাধবপুর থানায় তদন্তাধীন রয়েছে।

দলীয় নেতাদের বক্তব্য
স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়ায়, তার দায় দল নেবে না। যেহেতু মামলা হয়েছে, তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মিয়া বলেন, মামলাটি হওয়ায় তারা সন্তুষ্ট। এখন তাদের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।

পুলিশের অবস্থান
মাহফুজা আক্তার নুসরাতের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরিধন দেবনাথের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ খান বলেন, উভয় পক্ষের দায়ের করা মামলাই তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুরু থেকেই ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট