
।
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ঔষুধের সঠিক প্রয়োগ ও রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। হাসপাতালের বিভিন্ন ওয়াড, প্যাথলোজি বিভাগ, স্টোররুম, ঔষুধ বিতরণ ব্যবস্থাপনা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাবস্থাপত্রে উল্লেখিত সব ঔষুধ তারা সঠিকভাবে পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ঔষুধের মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হলে, তাতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি আদায়ের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
অভিযানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মোঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস জানান, অভিযানকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
(অতুল সরকার, জানুয়ারি ৩০, ২০২৬)