1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। কুমিল্লা জেলার লালমাইয়ে ‘রওনাকে রমজান সিজন–২ এর অডিশন সম্পন্ন ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান ঘোড়াঘাটে ধানের শীষের সমাবেশ অনুষ্ঠিত । সবার আগে দেশ এই বিশ্বাসকে বাস্তবায়ন করতে হবে জনসভায় সেলিম নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘোড়াঘাটে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। রাজশাহীর জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের, দেয়াল ঘড়ি মার্কা, প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ। সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি।

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে


অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ঔষুধের সঠিক প্রয়োগ ও রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। হাসপাতালের বিভিন্ন ওয়াড, প্যাথলোজি বিভাগ, স্টোররুম, ঔষুধ বিতরণ ব্যবস্থাপনা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ব‍্যাবস্থাপত্রে উল্লেখিত সব ঔষুধ তারা সঠিকভাবে পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ঔষুধের মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হলে, তাতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি আদায়ের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মোঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস জানান, অভিযানকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

(অতুল সরকার, জানুয়ারি ৩০, ২০২৬)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট