1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার  হিসেবে নিয়োগ। হবিগঞ্জ সহ সিলেটের ১৪ উপজেলায় নতুন ইউএনও, পানছড়ির পশ্চিম মোল্লা পাড়ায় ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষের লিফলেট বিতরন। লালমাইয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত ঘোড়াঘাটে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। কোটালীপাড়ায় প্রান্তিক চাষিদের মাঝে ধানের বীজ বিতরণ। জাতীয় যুবশক্তি  হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটি অনুমোদিত। নারায়ণগঞ্জে প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ৩১তম মৃত্যুবার্ষিকতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত।

হবিগঞ্জ সহ সিলেটের ১৪ উপজেলায় নতুন ইউএনও,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এক দিনে প্রশাসনের তৃণমূল ১৬৬টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের ১৪ টি উপজেলা রয়েছে।

বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলাগুলোতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিলেট বিভাগের ১৪ টি উপজেলার নতুন ইউএনওর দায়িত্ব প্রাপ্তরা হলেন-
সিলেটের বালাগঞ্জ উপজেলায় সুরক্ষা সেবা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, জকিগঞ্জে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাসুদুর রহমান, কানাইঘাটে ঢাকার সিনিয়র সহকারী কমিশনার মো. মেহেদী হাসান শাকিল, জৈন্তাপুরে গোলাপগঞ্জের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাপগঞ্জে নাটোরের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত ও বিশ্বনাথে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম রুবি।

হবিগঞ্জ সদর উপজেলায় বরিশালের সিনিয়র সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা সানিয়া, লাখাইয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম, চুনারুঘাটে দুদকের উপ পরিচালক মো. জিয়াউর রহমান, আজমিরীগঞ্জে বিপিএটিসির একান্ত পরিচালক এসএম রেজাউল করিম, শায়েস্তাগঞ্জে বরিশালের সিনিয়র সহকারী কমিশনার তানিয়া আক্তার।

মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক মিস নাছরিন সুলতানা, জুড়িতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মারুফ দস্তেগীর ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বরিশালের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল মতিন খান।

প্রজ্ঞাপনে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হল।”

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। নাহলে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা তুলে ধরে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট