
মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃপানছড়িতে ইফার শিক্ষক যাচাই বাচাই সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
২৭শে নভেম্বর ২০২৫রোজ বৃহস্পতিবার বেলা: ১১:০০ঘটিকা
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষক শিক্ষিকা বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লাহ এবং বিচারকদের মধ্যে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। বিচারকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পানছড়ি থানার প্রতিনিধি এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি দলিলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের পানছড়ি উপজেলার সাধারণ কেয়ার টেকার ইসমাঈল বিন ইউসুফ ও দানেশ আলী আজাদী।
উপজেলা নির্বাহী অফিসার সকল শিক্ষক শিক্ষিকাদের মূল কাগজপত্র প্রত্যক্ষভাবে যাচাই-বাছাই করেন। এবং এবং শিক্ষার্থীদের সঠিক নিয়মে পাঠদান দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। যাচাই-বাছাই কালে পানছড়ি উপজেলায় স্থগিত কেন্দ্র সহ মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৪৪টি তার মধ্যে স্থগিত ছিল নয়টি বাকি ৩৫ টি কেন্দ্র নিয়ে যাচাই-বাছাই শেষে ৩৪টি কেন্দ্র কেন্দ্র শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে ৩৪টি কেন্দ্র যাচাই এবং বাছাই সম্পন্ন হয়েছে।