
মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের দশানি মোড় এলাকায় মোশারফ হোসেন নামে এক ডিস্ট্রিবিউটরের ডিপোতে বুধবার গভীর রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল ডিপোর তালা ভেঙে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ প্রোডাক্ট ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ডিপোর মালিক মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে ডিপো বন্ধ করে বাড়ি ফেরার পর ভোরে এসে তিনি দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভেতরের মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চোরেরা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং বাজারদর অনুযায়ী ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকারও বেশি হতে পারে।
ঘটনার পর পরই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বাড়লেও এত বড় চুরি দীর্ঘদিন দেখা যায়নি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জামায়াত ইসলামী বাংলাদেশ বাগেরহাট সদর আসনের এমপি প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি ক্ষতিগ্রস্ত ডিপো মালিকের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,
“এই ঘটনার দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।