
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল অসাহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয় প্রকল্প ফেইস – ০১ অধিকাংশ ঘর ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। গোপন সূত্রে জানা যায় , শুরুতেই সচ্ছল ব্যাক্তিদের নামে
আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সচ্ছল ব্যাক্তিরা ঐসব ঘরে বসবাস না করে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। দরিয়াকুল ভুমিহীনদের প্রকল্পের ছয়টি ঘর
বিক্রির অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্পের দুই মালিক
নাজমিন ও বিপ্লব তাদের নামে থাকা ঘরটি টাকার বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। নাজমিন আক্তার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘরটি বিক্রি করে এবং অন্য ঘরটির মালিক বিপ্লব ৭৫হাজার টাকার বিনিময়ে তার আপন মামা সুশীলের কাছে বিক্রি করেন । টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব আশ্রয়ণ প্রকল্পের
ঘরগুলো ৫০ হাজার থেকে
দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সম্প্রতি সিঙ্গিপাড়া ও বালিয়া ডাঙ্গা ঘুরে এসব তথ্য পাওয়া যায়। টুঙ্গিপাড়া উপজেলা
কমিশনার (ভূমি) আল-আমীন হালদার বলেন , এই বিষয় আমার কাছে কোন অভিযোগ আসেনি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।