
মীর দুলাল।। হবিগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শুভ বড়দিন-শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ইয়াছমিন বলেন, আসন্ন শুভ বড়দিন-যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সার্বিক ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে। সকল ধর্মাবলম্বীর উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সভায় পুলিশ সুপার ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণের মধ্যে বড়দিন উপলক্ষ্যে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পারস্পরিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।