
মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুন্নাহার ইলা অভিযোগ করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী নুরুজ্জামান এবং তার ভায়রা আজাদ আলি জমি নিয়ে প্রতারণা ও দখলচেষ্টায় লিপ্ত হয়েছেন।
তিনি জানান, ২০২০ সালে অভিযুক্ত আজাদের কাছে ৫ শতাংশ জমি ক্রয় করা হয়েছে কিন্তু আজাদ প্রতারণা মাধ্যমে পুরো জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
ভুক্তভোগীর সংবাদ সম্মেলনে জানান গত ১৩ ডিসেম্বর জমির উপর প্রাচীর নির্মানের বিষয় নিষেধ করতে গেলে অভিযুক্তরা নুরুন্নাহার ইলা সহ তার স্বামী ও সন্তানকে বেধড়ক মারধর করেন। এতে তার স্বামী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে নুরুন্নাহার ইলা তার পরিবারের নিরাপত্তা প্রাতরক আজাদের নিকট থেকে জমি উদ্ধার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।