
দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে- এবিএম সিরাজুল মামুন।
নিজস্ব প্রতিবেদক | আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে তিনি এই আহ্বান জানান।
এসময় এবিএম সিরাজুল মামুন সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি সুন্দর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে আমাদের মূল্যবান ভোট ‘হ্যাঁ’ এর পক্ষে প্রদান করতে হবে।”
সিরাজুল মামুন আরো বলেন:”আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ। যেখানে মানুষের অধিকার ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্য অর্জনে এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমতের প্রতিফলন ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা অপরিহার্য। আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো—আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে আপনাদের নৈতিক অবস্থান পরিষ্কার করুন এবং ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন।”
এসময় খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, মুছাপুর ইউনিয়নের সভাপতি শায়খুল হাদীস মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিরাজুল মামুনকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
বার্তাপ্রেরক , মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।