
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালিন শাক,সবজির বেশ ভাল ফলন হয়েছে।
এই এলাকার কৃষকেরা অন্যান্য আবাদের পাশাপাশি শীতকালিন সবজি করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
অপর দিকে পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতকালিন আগাম সবজি, এদিকে শীতের আগাম শবজির দাম কম পাওয়ায় হতাশায় শবজি চাষিরা। তবে কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারা, প্রতি দিন হাজার হাজার টাকার সবজি কেনা বেচা হয়ে থাকে এই বাজারে। এখানকার শবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট
ওসমান পুর রানিগঞ্জজে পাইকারি বাজার গুলোতে সবজি ক্রেতা বিক্রেতাদের মুখরিত হয়ে ওঠেছে।
ভোর হলেই বিভিন্ন স্থান থেকে কৃষকরা তাদের উৎপাদিত টাটকা শাক সবজি নিয়ে আসেন এই বাজারে। রাজধানিসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ ভালো থাকায় ও শবজির মান ভালো হওয়ায় শত শত পাইকাররা ছুটে আসেন এই সব বাজারে।
এদিকে সার ও কিটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় শবজির দাম থাকায় কৃষকদের মাঝে রয়েছে হ্মোভ।
তবে শীতকালীন আগাম সবজি কৃষকদের কাছে থেকে সরাসরি কিনতে পেরে খুশি পাইকারি ক্রেতারা।
এই বাজার থেকে শতাধিক মিনি ট্রাকে শবজি গুলো কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন বাজার থেকে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার সবজি কেনা বেচা হয়।এবারে ২-হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।
কৃষক ও পাইকার এই হাট থেকে সবজি কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাইয়ে লাভবান হয়।
ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান তিনি বলেন,এই হাটে শীতকালীন আগাম সবজি যেমন,ফুলকপি,বাধাকপি, বেগুন,মুলা, করলা, ও পালংশাক বিক্রি হয়ে থাকে।কৃষি বিভাগ সবজি চাষে সব ধরন সহযোগিতা দিয়ে আসছেন।
১৯-১-২৬