
এম এ আকবর বিশেষ প্রতিনিধি
অদ্য ২৩/০১/২০২৬ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব নগরীর খুলশী থানাধীন একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আয়োজনে, খুলশী থানা ইউনিট এর সম্মেলনে নগর আহ্বায়ক আবু হানিফ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এর পিপি এডভোকেট মোঃ মফিজুল হক ভুইঁয়া, বিশেষ অতিথি ছিলেন সংগঠন এর চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার, অতিরিক্ত পিপি এডভোকেট মুরশিদ আলম, মহাসচিব মহিউদ্দিন স্বপন, অতিরিক্ত মহাসচিব নুর উদ্দিন সাগর। সঞ্চালনা করেন নগর আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী।বক্তব্য রাখেন নগর নেতা বেলাল আহমেদ, মোঃ নাছির উদ্দীন জসীম, সুমী আক্তার,মোঃ আরিফ, হ্যাপি,জুইঁ,সীমা, রব চৌধুরী। সম্মেলনে কাজী সোবহান কে সভাপতি, জাহাঙ্গীর হোসেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট খুলশী থানা ইউনিট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্য হলেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি নুরুল হক নুরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম,সহ সাংগঠনিক সম্পাদক কুলসুমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়াছিন, মহিলা সম্পাদিকা রোকসানা ইসলাম, সহ মহিলা সম্পাদিকা রিনা বেগম, দপ্তর সম্পাদক খাজা মঈনউদ্দীন টিটু, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ছগির আহমেদ, সদস্য নাসরিন বেগম, আনোয়ার হোসেন, সুরুত আলী, মাঈনউদ্দীন , দেলোয়ার হোসেন, শাহ আলম প্রমুখ।