
মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–হবিগঞ্জ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
রবিবার (২৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানানো হয়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে তারা তথ্য পায় যে, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল আমতলী এলাকায় শায়েস্তাগঞ্জ–হবিগঞ্জ সড়কের কালভার্টের আশপাশে একটি এয়ারগান থাকতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান।
এ সময় কালো রঙের একটি ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এয়ারগানটি সেখানে রাখা হতে পারে।
এ বিষয়ে র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।