
মীর দুলাল।। হবিগঞ্জের লাখাইয়ে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে এক ট্রাক্টর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর গ্রামের সমজ আলীর ছেলে রুবেল মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় রুবেল মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধার পরে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩টি মাটি বোঝায় ট্রাক্টর জব্দ করা হয়।এরই পরিপ্রক্ষিতে ২৫ জানুয়ারী রবিবার ট্রাক্টর মালিককে এ জরিমানা করা হয়।