
মীর দুলাল।। হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওগাও এলাকায় ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সুকেরা খাতুনের ছেলে আব্দুল আহাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুকেরা খাতুন মানসিক ভারসাম্যহীন।
তিনি বরিবার সকাল বেলায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে অনেক খুঁজাখুঁজি করেও তারা সন্ধান পাননি ওই বৃদ্ধার। আজ সকালে স্থানীয় এলাকাবাসী খবর দিলে পুলিশ উদ্ধার করে ওই বৃদ্ধার মরদেহ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই মৃদুল তরফদার ওই মহিলার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।