
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর – তিন শিবপুরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ ইং উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার সকালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা ইয়াছমিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, শিবপুর উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব। শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মু.আব্দুর রহিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।