1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আদালতের রায় উপেক্ষারে ৯টি জলাশয় লিজ এলাকাবাসীর বিক্ষোভ মাধবপুরে বালু উত্তোলন প্রশাসনের অভিযানে ১জনের কারাদণ্ড ট্রাক্টর জব্দ। পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। অথেন্টিক ফাউন্ডেশন ট্যালেন্ট এক্সামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।  কমিউনিটি মেডিকেল অফিসারের অবসার জনিত বিদায় সংবর্ধনা প্রদান।  বিজিবির অভিযানে অবৈধ কাট আটক হবিগঞ্জে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত৷ হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবক আটক। আলোর পথ সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যা কবলিতদের খাদ্য সামগ্রী প্রদান।  মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঢাকার হাতিরঝিলে ভাসছে একের পরে এক লাশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বিকেলে পাওয়া লাশটি হাতিরঝিলের এ অংশ থেকে উদ্ধার করা হয়।

হাতিরঝিল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে লাশটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে।
বিকেল ৪টার দিকেও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়।

লাশের পকেটে পাওয়া আইডি কার্ড অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নাম বাপ্পি আহমেদ। তিনি মিরপুরের বাসিন্দা।

হাতিরঝিলের মধুবাগ অংশের লেকে লাশটি ভাসছিল।
উদ্ধারকারীদের একজন জানান, লাশটি দীর্ঘ সময় ধরে ভাসছিল।

ভয়ে কেউ এগিয়ে আসছিল না।

বিকেলে কয়েকজনকে নিয়ে লাশটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে দেশের অন্যান্য স্থান থেকেও লাশ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এর

মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ছয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলা ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশি করে লাশগুলো উদ্ধার করে।

এ ছাড়া যাত্রাবাড়ী থেকে আজ ৩টি লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট