গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন রাশেদা বেগম। তিনি ওই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচীত মহিলা মেম্বার। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার, সাধারন মেম্বাররা বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন করে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পন করেছেন বলে রাশেদা বেগম জানিয়েছেন। তিনি আরও বলেন, ইউনিয়নের নির্বাচীত চেয়ারম্যান হাদিউজ্জামান মোল্লা জাবেদকে গত ৯ নভেম্বর বিকালে চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামী হয়ে বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তার অবর্তমানে ইউনিয়ন পরিষদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রয়োজন দেখা দিলে অপরাপর মহিলা মেম্বার, সাধারন মেম্বার ও সচিব মিলে ইউনিয়ন পরিষদ আইনের আওতায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পন করেন। আমি ন্যায় ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো।