মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটি গাংনী উপজেলা প্রতিনিধি কমিটির নেতৃবৃন্দ । তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাব ও আউটডোর সেবা কেন্দ্র পরিদর্শন করে রোগীদের মতামত সংগ্রহ করেন।
রবিবার (২ জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুপ্রভা রানীর সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি কমিটির সদস্য আমির হামজা, সাংবাদিক মামুন অর রশিদ বিজন, সোহাগ রানা, শিহাব প্রমুখ।
পরিদর্শনকালে রোগীরা হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চিকিৎসা সেবার প্রাপ্যতা ও স্টাফদের আন্তরিকতা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে হাসপাতালের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে আরও উন্নতির প্রয়োজন বলে মত দেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয় এবং মানসম্মত খাবার পরিবেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া, আউটডোর সেবার মান আরও উন্নত করার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। নাগরিক কমিটির নেতারা হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার আশ্বাস দেন।
সুপারিশসমূহ: হাসপাতালের ক্যাম্পাস ও ওয়ার্ডগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রোগীদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহ করা, আউটডোর সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সংযোজন করা।
জাতীয় নাগরিক কমিটির এই উদ্যোগ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।