বিশেষ প্রতিনিধিঃ-
উজিরপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে খাদ্য স্থাপনায় নিয়মিত মনিটরিং, নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় এবং বিভিন্ন অননুমোদিত ও পঁচা বাসি খাবার জব্দ ও ধ্বংস করা হয়।
৩ ফেব্রুয়ারী,২০২৪ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে উজিরপুর উপজেলার ইচলাদি সাকুরা ফুড ভিলেজ ও জয়শ্রী সাজু ফিলিং স্টেশন এলাকার আলমদিনা হোটেল এন্ড রেস্তোরাঁ,আয়ান হোটেল এন্ড রেঁস্তোরা সহ বিভিন্ন খাদ্য স্থাপনা পরিদর্শন, নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এসময় অননুমোদিত ও বাসি,পঁচা খাদ্য ও খাদ্য পণ্য জব্দ ও ধ্বংস করা হয় এবং খাদ্য স্থাপনার পরিবেশ ইত্যাদি পর্যবেক্ষণ করা হয় ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরিশাল জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ ফজলে রাব্বির নেতৃত্বে মনিটরিং ও নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নূরুল আলম বখতিয়ার, বরিশাল বিভাগীয় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের নমুনা সংগ্রহ সহকারী, অফিস সহকারী।