লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মুকসুদপুর মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক গনমাধ্যম কর্মী মারা গিয়েছে।আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গারপোল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি বাঁশবাড়ীয়া।সে দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ছিলেন। ভাঙ্গা হাইওয়ের পুলিশ পরিদর্শক রফিকুজ্জামান জানান, মুকসুদপুর উপজেলা ভাঙ্গারপোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে পড়ে যান। ঘটনাস্থলে সাংবাদিক রফিকুল ইসলাম মারা যায়। পরিবারবর্গ খবর পেয়ে রফিকুল ইসলামের মরা দেহ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।