1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

হরিনাকুন্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি। মোঃমাহাবুবুর রহমান।

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।

২১ ফেব্রুয়ারি শুক্রবার ১২:০১ মিনিটে হরিনাকুন্ডু কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি এম তারিক-উজ-জামান , হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রউফ খান সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হরিনাকুন্ডু থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আনসার ও ভিডিপি কার্যালয়, হরিনাকুন্ডু পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, সোনালী ব্যাংক পিএলসি হরিনাকুন্ডু ,সরকারি লালন শাহ কলেজ সহ বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, মাতৃভাষার জন্য এ আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য গর্বের বিষয়। ভবিষ্যৎ প্রজন্মকে এ ইতিহাস জানাতে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট