1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

মাধবপুরে এনসিপির অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অফিস ভাঙচুর ও সাইনবোর্ড দ্বিখন্ডিত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে এসে শেষ হয়।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাধবপুর থানার ওসি মোঃ শহীদল্লাহ এসে অত্যন্ত আন্তরিকতার সাথে বিক্ষুক কারীদের বোঝানোর চেষ্টা করে এক পর্যায়ে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিযে আন্দোলন প্রত্যাহার করে।

গত সোমবার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও জেলা এনসিপির সদস্য আছমা আক্তার ও পৌর এনসিপির নেতা কাজল পাঠানের নেতৃত্বে সড়ক অবরোধ রাখা হয়।

এতে প্রায় ঘন্টা ব্যাপী যানচলাচল বন্ধ থাকে।এনসিপি নেতারা জানান,মাধবপুরের এনসিপির অফিস ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় না আনলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময়ে উপজেলা এমসিপির যুগ্ম সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্য ও ছাত্র জনতা একাত্মতা ঘোষণা করে ঐ আন্দোলন সফল করার জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে।

এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হবিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের পক্ষে স্লোগান দেয় ছাত্রজনতা। যারা নাহিদ্ উদ্দিন তারেককে নিয়ে কটুক্তি করেছিল তাদের উদ্দেশ্য করে ছাত্র-জনতা বলেন আমরা ফুলের মালা দিয়ে দেশ জয়ী এ নেতাকে বরণ করে নিব। মাধবপুরে যারা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছিল তাদের প্রতি কঠিন হুশারী উচ্চারণ করে বলেন মাধবপুরের মাটি হবে নাহিদ উদ্দিন তারেকের ঘাঁটি।

সভায় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি তোলেন।

তারা আরো ঘোষণা করেন অচিরেই নাহিদ উদ্দিন তারেককে মাধবপুরের মাটিতে ফুলের মালা দিয়ে সাদরে বরণ করে নেয়া হবে। এ সময় প্রধান সরবরাহকারী আছমা আক্তার বলেন অচিরেই আমার নেতা নাহিদ উদ্দিন তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে মাধবপুরের ছাত্র জনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট