মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃপানছড়ি উপজেলায় ” জুলাই শহিদ দিবস ” উপলক্ষে জুলাই শহিদের স্মরণে উপজেলা হলরুমে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে সভায় জুলাই স্মরণে বক্তব্য রাখেন,পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃঅনুতোষ চাকমা,ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ ইব্রাহিম খলিল,বাংলাদেশ জাতীয়তা বাদী দলের পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন,সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি থানার প্রতিনিধি এস আই সদানন্দ বৈদ্য পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার,ছাত্র প্রতিনিধি মেঃশাহিন উদ্দিন,
বক্তরা সভায় বলেন,এই জুলাই শহিদ দিবসে শহিদের স্মরণে আমরা যেন,রাষ্ট্রের স্বর্ভক্ষেত্তে তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে রাখতে পারি।