1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ প্রচারের কারণে সাংবাদিকরা হুমকির মুখে, কিন্তু মাথা নত করেন না! নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন দোয়া মাহফিল নারায়ণগঞ্জ জেলার, ৫ আসনের দ্বাদশ নির্বাচনের, নিয়ে প্রর্থীর দের সঙ্গে মতবিনিময়।  কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি। কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবী গ্রেপ্তার। বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফের সমাবেশ। আজমিরীগঞ্জে আধিপত্যকে বিস্তার করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফের সমাবেশ।

ফটিকছড়িতে সাংবাদিক মাসুদ স্মরণে সভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

নুরুল আবছার নূরী চট্রগ্রাম বিভাগীয় প্রতিনিধি!

প্রয়াত সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ফটিকছড়ির মতো একটি প্রত্যন্ত উপজেলার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সংবাদকর্মী ছিলেন সৈয়দ মোহাম্মদ মাসুদ। তিনি সাংবাদিকতা ও শিক্ষকতাকে ব্রত করে জীবন যাপন করতেন। তাঁর বিনয়ী ব্যবহার দিয়ে এই অঞ্চলের মানুষের মন জয় করেছিলেন। তার নামাজে জানাযায় সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি এটাই প্রমান করে। বক্তারা ভবিষ্যত প্রজন্মের সাংবাদিকদের মাসুদের জীবনাদর্শ অনুসরণের আহবান জানান।

শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আহমদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি চলাকালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। সহকর্মীর এই অকাল প্রয়ানে চোখ জলে ভিজে যায় অনেকের।
উপজেলার সাংবাদিক নেতাদের অনেকের মতে, আমৃত্যু সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের পক্ষে সাংবাদিকতা করেছেন মাসুদ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশ্নে আপসহীন ছিলেন। তিনি শুধু সাংবাদিক নন, ছিলেন একজন শিক্ষাবিদও। ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে তিনি অনুকরণীয় ভূমিকা রেখেছেন।

স্মরণসভায় সাংবাদিক নেতা এস এম আক্কাছ বলেন, ‘মাসুদ প্রজ্ঞা ও বিনয়ী সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি সত্য সাংবাদিকতা প্রশ্নে আপসহীন ছিলেন। সত্য প্রকাশের মাধ্যমে ক্ষমতাকে প্রশ্ন করতেন।’

সোলাইমান আকাশ বলেন, ‘সাংবাদিকতা ও শিক্ষাকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাসুদের। অধিকারের জন্য লেখালেখি এবং দেশপ্রেমের তাগিদ সব সময় তার মনস্তত্বে ছিল।’

সালাহউদ্দিন জিকু বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত মাসুদ সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। সবসময় ক্ষমতাকে প্রশ্ন করে গেছেন এবং বিবেকের পক্ষে ছিলেন।’

ওবাইদুল আকবর রুবেল বলেন, ‘সাংবাদিক মাসুদ ছিলেন আমাদের জন্য আইকন। সাংবাদিকতা ও শিক্ষকতার মধ্য দিয়ে তিনি উপজেলায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন এবং অনবদ্য ভূমিকা রেখেছেন।’

মো. জিপন উদ্দিন বলেন, ‘তিনি দেখিয়ে গেছেন মফস্বলে সাংবাদিকতায় দৃষ্টান্ত কিভাবে হতে হয়। তার কর্মকে আমরা আজন্ম বাঁচিয়ে রাখবো।’

স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. সেলিম, ইউসুফ আরাফাত, এইচ এম সাইফুউদ্দিন, মো. নুরুল আবছার নূরী, কামরুল হাসান সবুজ, সংগঠক আখতারুজ্জামান নুর ও শাফায়াতুজ্জামান শাহীন প্রমুখ। শেষে মাসুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
প্রসঙ্গত -গত ৩০ জুলাই বুধবার রাতে দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা সাংবাদদাতা সৈয়দ মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন। পরেরদিন দুপুরে নামায জানাজার শেষে তাঁর পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট