1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ প্রচারের কারণে সাংবাদিকরা হুমকির মুখে, কিন্তু মাথা নত করেন না! নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন দোয়া মাহফিল নারায়ণগঞ্জ জেলার, ৫ আসনের দ্বাদশ নির্বাচনের, নিয়ে প্রর্থীর দের সঙ্গে মতবিনিময়।  কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি। কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবী গ্রেপ্তার। বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফের সমাবেশ। আজমিরীগঞ্জে আধিপত্যকে বিস্তার করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফের সমাবেশ।

মাধবপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

অনিক পাঠান,
ক্রাইম রিপোর্টার, হবিগঞ্জ।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাত কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (০৬ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি রামদা, একটি দা, একটি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল এবং একটি লোহার রড।

গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ কাজল মিয়া (৪২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পশ্চিম মাধবপুর, মাধবপুর পৌরসভা।
২। হৃদয় মিয়া (২৫), পিতা- সাহেদ মিয়া, সাং- কাচারীপাড়া, মাধবপুর পৌরসভা।
৩। আক্কাস মিয়া (২৮), পিতা- সুর রহমান, সাং- বিন্নিরহাট, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪। রিয়াজ মিয়া (২২), পিতা- রওশন মিয়া, সাং- কলেজপাড়া, মাধবপুর পৌরসভা।

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা নং-১২, তারিখ ০৬/০৮/২০২৫ খ্রি. মোতাবেক দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ জানান,

“আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মোট সদস্য ছিল নয়জন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই, বাকি পাঁচজন পালিয়ে যায়। আমরা পলাতকদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। গ্রেফতার হওয়া কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আমাদের লক্ষ্য মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করা। এজন্য আমরা মাধবপুরবাসীর সহযোগিতা কামনা করি।”

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট