1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

প্রতিপক্ষের হামলায় গোয়াইনঘাটে ঘর ভাঙচুর থানায় অভিযোগ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

 

সিলেটের গোয়াইনঘাটের ১২নং সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন,বসতঘরের আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় সদর ইউনিয়নের গোয়াইন গ্রামের ভুক্তভোগী পরিবারের দুলাল আহমদের স্ত্রী উমামা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ( ৬ সেপ্টেম্বর) শনিবার বেলা আড়াইটায় গোয়াইন গ্রামের আব্দুল মনাফের ছেলেগণ যথাক্রমে গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন সবুজ আহমদসহ তাদের বাড়ির মহিলাগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করেন,তাদের হামলায় ঘরের মিস্ত্রিসহ ছয় জন আহত হন।
জমিনে গিয়ে দেখা যায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দুই হাত ভেঙে  গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে তারা আরও জানান,বসত ঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর নগদ টাকা  ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বিবাদীরা।

আরো জানা যায় বিবাদিদের সঙ্গে তাদের  কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলছিল। যা হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন এবং একটি মামলার রায় বাদি পক্ষ পেয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের গিয়াস উদ্দিনের মোবাইলে বার বার কল দিলে কল কেটে দেওয়ায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাস বলেন,অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট