আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
কুমিল্লার লালমাইয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হীমান্দি খিসা।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিনা জেরিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন মজুমদার এবং সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য সাদমান তাসিন, অপু, ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।
তারা অঙ্গীকার করেন—
> “আমি কখনো মাদক সেবন করব না, দুর্নীতির সঙ্গে জড়াব না। সময় নষ্ট করে স্মার্টফোনে আসক্ত হব না। আমি আজ ভালো মানুষ হওয়ার শপথ নিয়েছি।”