1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা। জাফলংয়ে টাস্কফোর্স অভিযানে ১৮টি পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন! লালমাইয়ে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর টহল!  আশেকানে হক ভাণ্ডারী,শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ!

কোন ও দেশে মিলছে না আশ্রয়, ভারতেই থাকছেন শেখ হাসিনা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কোথাও মিলছে না ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনা!

এর আগে জানা গিয়েছিল, তিনি অন্য কোন দেশে আশ্রয় নিয়ে সেখানে চলে যাবেন।

দেশটিতে তিনি রাজনৈতিক আশ্রয় কিংবা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে থাকবেন।

শুক্রবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

সরকারি সূত্র তাদের জানিয়েছে, ‘আপাতত কোনো দেশে শেখ হাসিনার নিরাপদ প্রস্থান হচ্ছে না।

আমাদের ভারতে রাজনৈতিক আশ্রয় ও শরণার্থী আইন নেই।

তাই আইন অনুযায়ী কাউকে আমরা শরণার্থী হিসেবে রাখতে পারি না,

রাজনৈতিক আশ্রয় দিতে পারি না।

একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক আশ্রয় ও শরণার্ণী আইন বিশ্বব্যাপী ঝামেলার সৃষ্টি করেছে।

, ‘আপনি একবার শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় দিলে তাদের আদালতে যাওয়ার অধিকার তৈরি হয়।

এটি আরও সমস্যার সৃষ্টি করে।

আমরা ঘটনা অনুযায়ী থাকার অনুমতি দিই, কিন্তু এ ধরনের কোনো আইন নেই (শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের)।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর সময় তার বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

তারা বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন। শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।

তার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দেশটির একজন সংসদ সদস্য।

তবে সহসাই যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে যে ভিসা দিয়েছিল তা বাতিল করেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট