মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় চিংড়ী চাষী সমিতির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা ও নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রয়্যাল ফিস ট্রেডিং এর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া রিপন, মোর্তজাজামান আলমগীর রুলু, মনোয়ার চন্দ্র সানা, সুনীল চন্দ্র, মজিদ সানা, জিএম মিজানুর রহমান, জমিনুর রহমান রানা, মুজিবুর রহমান বাবু,সাজ্জাদ আলী সরদার, মোহাম্মদ মাহবুব, রেজাউল করিম, আবু সাবা, ফারুক হোসেন, নুরুজ্জামান, মাসুদ গাজী শেখ নুরজয়,কাদের, সুমন, রুদ্র, লাবিব, পরশ, হৃদয়, রাব্বি, ঋতু, সুমনা, মুনমুন, চাহার, রুম্মন। ছাত্র-ছাত্রীদের সৌজন্যে মধ্যাহৃ ভোহের আয়োজন করা হয়।
প্রেরকঃ
মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছায
উপজেলা প্রতিনিধি
পাইকগাছা, খুলনা
০১৭১২-৩৩৩১৯৫