মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
বকশিগঞ্জে উপজেলায় সাধুপাড়া ইউনিয়ন বিএনপি সহ -সভাপতি ও ইউপি সদস্য মানিক খান ও কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য দামিদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে কামালের বার্তী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক ভিপি হাবিজুর রহমান উজ্জল,সাবেক যুগ্ম আহাবায়ক বকশীগঞ্জ উপজেলা শাখা ও সাবেক যুবদল এর সভাপতি,বকশীগঞ্জ উপজেলা শাখা,
মোঃ শহীদুল্লাহ পৌঃবিএনপির যুগ্ম আহাবায়ক বকশীগঞ্জ উপজেলা শাখা,কমিশনার ফজলুল হক,আনসার হোসেন সাবেক সভাপতি সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি, শহিজল হক সাবেক সাধারণ সম্পাদক সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি,মোঃ কাশেম মিয়া কৃষক দল বকশীগঞ্জ উপজেলা শাখা,আব্দুল আয়াল সাবেক যুগ্ম আহাবায়ক সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি
এসময় বক্তারা মিথ্যা মামলার সকল আসামিকে হয়রানি বন্ধের যুরদাবি জানান।