1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
এনসিপি কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল! বিরামপুরে ছেলের কোপে আহত পিতা, হাসপাতালে! নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা প্রদান!  লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা  সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে  ডাকাত সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার করেন র‍্যাব। পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম !  গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!  সাংবাদিক শহিদুল ইসলামের উপর হামলাকারী গ্রেফতার!  চান্দিনা উপজেলায় মহিলাদল কর্তৃক ৩১ দফা কর্মশালা পালিত, কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাজী আমীর আলী উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপসহ মাল লুট করেছে দুর্বৃত্তরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা বিদ্যালয়টিতে ডুকে কম্পিউটার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, লোকড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জয়নগরে ২০১০ সালে হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ায় পর এলাকায় শিক্ষার হার অনেকেটাই বৃদ্ধি পেয়েছে।

প্রতি বছর বিদ্যালয়টির এস এস সি শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছেন।

ভালো ফলাফল অর্জন করায় বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়।

ওই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণসহ এর উপর জ্ঞান অর্জন করছেন।

সোমবার (০৮ সেপ্টেম্বর ২৪) ইং সকাল ১১টার দিকে কথিত সাংবাদিক বিদ্যালয়ে গিয়ে একটি বিশেষ বাহিনী তাদেরকে পাঠিয়েছেন বলে স্কুলের শিক্ষকদের জানান।

তাদের সাথে এলাকার কিছু দৃস্কৃতিকারীরা বিদ্যালয়ে প্রবেশ করে।

এক পর্যায়ে দুস্কৃতিকারীরা তাদেরকে সামনেই বিদ্যালয়ে হামলা চালায় এবং শিক্ষকদের জোর পূর্বক স্কুল থেকে বের করে দেয়।

এ সময় তারা বিদ্যালয়ের নেইম প্লেটসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ডিজিটাল কম্পিউটার ল্যাবের ১৭টি ল্যাপটপসহ স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ রেজোয়ানা আক্তার জানান,

বিদ্যালয় চলাকালীন ১১ টার সময় দুই জন লোক এসে আমাকে সাংবাদিক পরিচয় দিয়ে স্কুলে প্রবেশ করেন।

এ সময় একটি বিশেষ বাহিনী তাদেরকে পাঠিয়েছেন বলে জানান।

এ সময় তারা আমার কাছে নির্মানাধীন নতুন ভবনের কাজের তথ্য জানতে চান।

এ সময় শিক্ষিকা জানান, ভবন নির্মাণ তথ্য আমাদের কাছে নেই। এ জন্য তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলেন।

এ সময় তাদের সাথে এলাকার কিছু লোকজন বিদ্যালয়ে প্রবেশ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং আমিসহ আমার সহকর্মীদের জোর পূর্বক বিদ্যালয় থেকে বের করে দেন।

এরপর তারা কম্পিউটার ল্যাবে প্রবেশ করে ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার, স্ক্রেনারসহ এর যাবতীয় মামলা ও অফিস থেকে বিদ্যালয়ের দলীলপত্র নিয়ে যায়।

এ বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করলে সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বিদ্যালয়ের প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া যায় বলে দাবী করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী জানান, এলাকার কিছু লোকজন বিদ্যালয়ের ল্যাব থেকে ১৭টি ল্যাপটপসহ এর যাবতীয় মালামাল নিয়ে গেছে।

অভিযোগ দায়ের করলে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, আমরা খবর পেয়েছি, এলাকার কিছু লোকজন বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ১৭টি কম্পিউটারসহ এর যাবতীয় মালামাল নিয়ে গেছে এবং তারা জোর পূর্বক বিদ্যালয়ের দপ্তরীর কাছ থেকে চাবি নিয়ে শিক্ষক ও ছাত্রদের বের করে ক্লাস রুমগুলোতে তালাবদ্ধ করেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনওকে আমরা বিষয়টি অবগত করেছি।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জন চন্দ্র দে জানান, এঘটনাটি আমাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবগত করেছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে বিষয় টি অবগত করেছি – বিষয় টি আইনি পদক্ষেপ নেওয়া হবে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট