লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ব্যবসায়ী রেজওয়ান সরদার (২৪) নিহত হয়েছেন। এসময় মারত্মক আহত হন ইজিবাইক চলক রেজাউল মোল্লা (২৬)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা নামক স্থানে এই দুর্ঘটনা হয়। রেজোওয়ানা গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেস-এর যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজওয়ান নিহত ও চালক রেজাউল মারাত্মক আহত হন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই রেজওয়ান নামের ছেলেটির মৃত্যু হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রেজওয়ান সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে