1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানের শীষের প্রাথমিক তালিকায় নেই যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতা। গোপালগঞ্জ সংসদীয় ০৩ টি আসনে বিএনপি’র মনোনয়ন চুড়ান্ত। বিএনপি যেসব আসনে প্রার্থী ঘোষণা দেয়নি। নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই বেকারিকে ৯০হাজার টাকা জরিমানা প্রদান। কোটালীপাড়া ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান । নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর শুভ উদ্বোধন। লালমাইয়ে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত জৈন্তাপুরে চা শ্রমিকদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময় নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন । পুরনো ঐতিহ্যে গোয়াইনঘাট,খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ

সরকার ঘোষিত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর দাবিতে!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে


মোঃ সাজ্জাদুল ইসলাম
দৈনিক খবরের কণ্ঠ

আজ ২৪ ই সেপ্টেম্বর, মঙ্গলবার ২০২৪ ইং অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা, রেল মন্ত্রনালয়ের মাননীয় সচিব. নাম জনাব আবদুল বাকী. এবং রেলওয়ের মাননীয় মহাপরিচালক সরদার শাহাদাত আলী এর সাথে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন, বৃহত্তর নোয়াখালী জেলার কমিউনিটি আনন্দোলনের সংগঠন ❝নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির’❞ ৬ষ্ট বারের মতো স্মারকলিপি প্রদান সহ বিশেষ বৈঠক করেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে ঢাকা-নোয়াখালী রেলপথে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে কয়েক বছর যাত্রী সেবা ভালো থাকলেও ১৯৯০ সালের পর থেকে শুরু হয় চরম ভোগান্তি। অচল টয়লেট, ভাঙাচুরা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে ধুঁকে ধুঁকে চলে আন্তঃনগর উপকূল এক্সপ্রেসটি। দীর্ঘ ৪০ বছর পেরিয়ে গেলেও নোয়াখালীতে সংযোজন হয়নি আর নতুন কোন ট্রেন। ২০১৬ সাল থেকে নোয়াখালীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দাবি ওঠে নিঝুম দ্বীপ এক্সপ্রেস নামে নোয়াখালীতে নতুন দুইটি আন্তঃনগর ট্রেন সংযোজনের।

অবশেষে, নোয়াখালীর ৪০ লক্ষ মানুষের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ নভেম্বর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেন। কিন্তু এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আলোর মুখ দেখেনি ট্রেনটি।
নোয়াখালীর ৪০ লক্ষ মানুষের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ নভেম্বর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেন। কিন্তু এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আলোর মুখ দেখেনি ট্রেনটি।

স্মারকলিপি ও বেঠকের নেতৃত্ব দেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক এম, এইচ রহমান ফুয়াদ, এই সময়, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, সাজ্জাদুল ইসলাম, দপ্তর সম্পাদক, গিয়াস উদ্দিন হৃদয় – অর্থ সম্পাদক, নজরুল ইসলাম ফয়সাল – সহ সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক , আবদুল হান্নান মাসুদ ভাই, আফসার উদ্দিন, রফিকুল ইসলাম প্রিন্স,রাফি আহমেদ, মেহেদী হাসান সীমান্ত, ইখতিয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট